ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
রেলের লোকো মাস্টার, গার্ড, টিটিইদের ৭৫ ভাগ মাইলেজসহ পেনশন ও আনুতোষিক কমানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৮-১৬ ১০:২৭:২৩
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকো মাস্টার, গার্ড ও টিটিই) পার্বতীপুর শাখা আজ বুধবার সকাল সাড়ে ১১টায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক মাইলেজ ও পেনশন কমানোর প্রিিতবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। বাংলাদেশ রেলওয়ে রনিং স্টাফ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম সাধারন সম্পাদক লোকো মাস্টার সায়েদ আলী এর সভাপতিত্বে সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটি’র কেন্দ্রীয় কমিটি’র কার্যকরী সভাপতি এ,বি,এম শহীদুল আলম, পার্বতীপুর শাখার সভাপতি সাইফুল আজম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬২ বছর যাবত রেল মন্ত্রনালয় লোকো মাস্টার,গার্ড ও টিটিইগনকে ৭৫ ভাগ মাইলেজসহ পেনশন ও আনুতোষিক প্রদান করে আসছে। রেল মন্ত্রনালয় চলতি অর্থ বছরে এসব কর্মচারীদের দাবীকৃত সুবিধাদি চলমান রাখতে অর্থ মন্ত্রনালয়কে লিখিত পত্রের মাধ্যমে অনুরোধ জানালেও বিষয়টি আমলে নেয়া হয়নি। অর্থ মন্ত্রনালয় গত ১৮ জুন একটি চিঠি’র মাধ্যমে রেল মন্ত্রনালয়কে স্পষ্ঠভাবে জানিয়ে দেয় লোকো মাস্টার,গার্ড ও টিটিইগনকে ৭৫ ভাগ মাইলেজসহ পেনশন ও আনুতোষিক প্রদান করা সম্ভব হবেনা। বক্তাদের দাবী- আগামী ২৭ আগষ্ট এর মধ্যে অর্থ মন্ত্রনালয় তাদের অযৌক্তিক চিঠি প্রত্যাহার না করলে আগামী ২৮ আগষ্ট থেকে সর্ব স্তরের রানিং স্টাফরা অনির্দিষ্টকালের কর্ম বিরতিতে যাবে।
পেঁয়াজের বিজ চাষ করে লাখপতি ঠাকুরগাঁও এর মোয়াজ্জেম
ইএসডিও আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় সাইলেজ খাওয়ানোর কার্যকারিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে  উপকারি বৃষ্টির জন্য ইস্তিসকার  নামাজ আদায়
সর্বশেষ সংবাদ