ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে কমিশন গঠন করা হবে
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৮-১৬ ১০:১৫:৪৩
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন-বিএনপি-জামায়াত জনগনের কাছে কিন্তু আসেনা। তারা রাজনীতি করে ঢাকার আমেরিকান দূতাবাস,ব্রিটিশ দূতাবাস,হেন দূতাবাস,তেন দূতাবাসে। তারা কিন্তু মনে করে ওই দূতাবাস দিয়ে আপনাদের ঘাড়ে উঠতে পারবে। আপনারা কি চান কেউ দূতাবাসের ঘাড়ে উঠে আপনাদের শাসন করুক। এদের চিনে রাখবেন এরা জনগনকে দুই পয়সার দাম দেয়না। এরা আসলে দেশটা বিরান করবে। এরা বলে কেযারটেকার সরকার হতে হবে। কেয়ারটেকার সরকার নিয়ে মামলা হয়েছে। ২০১০ সালে এর রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়েছে কেয়ারটেকার সরকার আমাদের সংবিধানের সাথে চলেনা। এটা অবৈধ। পরে সংবিধানে কেয়ারটেকার সরকারের যে ব্যবস্থা ছিলো তা সংসদে বাতিল করা হয়। ২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারীতে যে নির্বাচন হবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সংবিধানে পরিস্কার বলা হয়েছে নির্বাচন করার জন্যে যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে সেগুলো নির্বাচন কমিশনের অধীনে থাকবে। আর শেখ হাসিনার সরকার দৈনন্দিন কাজ করে যাবে। মন্ত্রী আজ বিকেলে তার নির্বাচনী এলাকার কসবায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন। মন্ত্রী বলেন- ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার গঠন করার পর ইনডেমিনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৭ জন সদস্যের হত্যার বিচার শুরু করেন। আমরা দেখেছি সেই বিচার সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের যতোজনকে পেয়েছি তাদের রায় কার্যকর করেছি। কয়েকজন আসামী বিদেশে পালিয়ে আছে,তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা জেল হত্যা মামলাও শেষ করেছি। বঙ্গবন্ধু হত্যার পেছনে একটা ষড়যন্ত্র ছিলো। এখন আমাদের মুল দায়িত্ব হচ্ছে নতুন এবং ভবিষৎত প্রজন্মের কাছে ওই ষড়যন্ত্রের কুশীলবদের চিহ্নিত করা। আমরা প্রতিহিংসার জন্যে এ কথা বলছিনা। যারা এই ষড়যন্ত্র করেছিল তারা বাংলাদেশের অখন্ডতার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছিলো। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলো। তাদের চিহ্নিত করা অত্যন্ত প্রয়োজন। তা না হলে বাংলাদেশ শান্তিতে থাকতে পারবো। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে আমরা আইন করবো। একটি কমিশন গঠন করবো।
সোনারগাঁও জাদুঘরের বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি
গাজীপুরে শেখ জামালের ৭১তম জন্মদিন পালন
নরসিংদীতে হিট স্ট্রোকে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
সর্বশেষ সংবাদ