ঢাকা শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৮-১২ ১৩:২৬:৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি নিয়ে বিরোধে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) বিকালে জেলা শহরের পাওয়ার হাউস রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত বাকিদের নাম জানা যায়নি।

পুলিশ জানায়, গত ১০ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর থেকেই পদ বঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে সক্রিয় হয়ে উঠেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বিকালে নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে পাওয়ার হাউস রোড থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। একই সময়ে পাওয়ার হাউস রোডে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হকের নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আনন্দ র‌্যালিটি বের হওয়ার পর উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধ সৃষ্টি হয়েছে। এর জেরেই সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

পেঁয়াজের বিজ চাষ করে লাখপতি ঠাকুরগাঁও এর মোয়াজ্জেম
ইএসডিও আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় সাইলেজ খাওয়ানোর কার্যকারিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে  উপকারি বৃষ্টির জন্য ইস্তিসকার  নামাজ আদায়
সর্বশেষ সংবাদ