ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রোটারিয়ান ক্লাব অব ঢাকা এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৩-০৮-১২ ০৮:০০:১৭

দেশকে সবুজায়ন করার লক্ষ্যে ‘সবুজ প্রজন্ম’ কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটান এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। আজ ১২ আগস্ট ২০২৩ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ চেরি, নিম, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, রঙ্গণ ইত্যাদি গাছের চাড়া রোপণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ও টিএসসি প্রাঙ্গণে এই কর্মসূচী পালনকালে রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটান এর প্রেসিডেন্ট রোটারিয়ান রনজিত কুমার নাথ, সেক্রেটারি রোটারিয়ান মাহমুদ সুলতান বায়জিদ, রোটারিয়ান খায়রুল আলম, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুব, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফারুক মুন্সী, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মোঃ রসুল আমিন শিপন, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী, উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।     

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয় বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। এই অক্সিজেন কতটা গুরুত্বপূর্ণ তা দেশবাসী ও বিশ্ববাসী করোনা মহামারীর সময়ে অনুধাবন করেছে। বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী বেশি বেশি করে ফলজ, বনজ, ওষুধি গাছ ও ফুলের চাড়া রোপণ করতে হবে। তিনি বলেন, রোটারিয়ানরা মানবসেবায় অনন্য সাধারণ ভূমিকা রাখছেন। বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনাসহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে তারা এগিয়ে এসেছেন। আগামীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রোটারি ক্লাব যৌথভাবে রোগীদের সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মসূচী পালন করবে।

যৌক্তিক মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার
৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী
ঢাকা পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৮