ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নাউতারা ইউনিয়ন পরিষদের সাব সেন্টার উদ্বোধন ও সিসি ক্যামেরা স্থাপন’
  • নূর আলম, নীলফামারী
  • ২০২৩-০৮-১২ ০৭:৫৮:৩৮

নীলফামারীর ডিমলায় নাউতারা ইউনিয়নের পরিষদের উদ্যোগে প্রায় চার লাখ টাকা ব্যয়ে ‘লক্ষ্মীরবাজার ইউনিয়ন পরিষদ সাব সেন্টার ও স্মার্ট সেবাকেন্দ্র এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

গতকাল রাতে প্রধান অতিথি থেকে ভার্চুয়ালী এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন নীলফামারী-০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইসুর রহমান, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার বক্তব্য দেন। 
নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব সুবাস চন্দ্র রায়। 

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি জানান, ইউনিয়ন পরিষদের মানবকল্যাণ কাজের অংশ হিসেবে লক্ষ্মীরবাজার সাব সেন্টার থেকে নাগরিক সেবা প্রদান করা হবে এবং বাজারের আইন শৃঙ্খলা রক্ষায় ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের দৈর্ঘ্য ২১কিলোমিটার যার কারণে প্রথম পর্য়ায়ে লক্ষ্মীরবাজার এবং পরবর্তিতে গোদার বাজারে আরো একটি সাব সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়ন পরিষদের সচিব সপ্তাহের একদিন ওই কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী