ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ডেঙ্গু প্রতিরোধে নীলফামারীতে কৃষকলীগের সচেতনতা মুলক কর্মসুচি
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৮-১২ ০৭:৫৫:৪৯

ডেঙ্গু প্রতিরোধে নীলফামারীতে মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রচারণা মুলক কর্মসুচি শুরু হয়েছে জেলা কৃষকলীগের উদ্যোগে।

শনিবার সকালে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে সচেতনতা মুলক সভার মধ্য দিয়ে তিনদিনের এই কর্মসুচি শুরু হয়।

জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদ আনুষ্ঠানিক ভাবে কর্মসুচির উদ্বোধন করেন। 

এতে বক্তব্য দেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজহারুল ইসলাম, নীলফামারী পৌর কৃষকলীগের সভাপতি ফজলার রহমান, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক ইসাহাক আলী, জলঢাকা উপজেলা কৃষকলীগের সভাপতি রুহাত ফারুক ও নীলফামারী পৌরসভার কাউন্সিলর রতনা রানী বক্তব্য দেন। 

পরে সচেতনতা মুলক লিফলেট বিতরণ, মাইকিং এবং মশক নিধনে শহরের বিভিন্ন ড্রেনে স্প্রে করা হয়। 

জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদ বলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির আহবানে সারাদেশের ন্যায় নীলফামারীতেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক প্রচারাভিযান চালানো হচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসুচি শেষ হবে সোমবার।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী