ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
নীলফামারীতে জন্মদিনের কেকে অতিরিক্ত ফ্লেবার, জরিমানা আদায়
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৮-০৯ ০৫:৫৯:৫৫

ডোমারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নীলফামারীর তত্বাবধানে পরিচালিত অভিযানিক দল। 

বুধবার দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়। 

এ সময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আল আমিন রহমান ও ডোমার থানার সহকারী উপ-পরিদর্শক জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
  
ডোমার উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আল আমিন রহমান বলেন, সোনারায় স্কুল বাজারের একটি হোটেলে নিষিদ্ধ শাল্টু ব্যবহার ও খোলা লবণ পাওয়ায় ২হাজার টাকা এবং সোনারায় কনফেকশনারী ও মিষ্টান্ন ভান্ডারে আকবরিয়া জন্মদিনের কেকে অতিরিক্ত ফ্লেবার ও ক্ষতিকর রং থাকায় ৩হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
 
তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা দুই দোকান মালিক পরিশোধ করেন বলে জানান তিনি।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ