ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে আরো দুই উপজেলাকে গৃহহীন ও ভুমিহীন ঘোষণা
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৮-০৯ ০৫:৫৬:৫৬

মুজিববর্ষের উপহার হিসেবে চতুর্থ পর্যায়ে আরো ১৯৮টি পরিবারের মাঝে দুই শতক জমিসহ পাকা বাড়ি উপহার দেয়া হয়েছে নীলফামারীর তিন উপজেলায়।
 
এছাড়া নতুন করে জলঢাকা ও ডোমার উপজেলাকে গৃহহীন ও ভুমিহীন হিসেবে ভার্চুয়ালী ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ডোমার প্রান্তে ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে ৪২টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
 
অতিরিক্ত জেলা প্রশাসক সরকার মোহাম্মদ রায়হান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। 
 
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান জানান, ১৯৮টি পরিবারের মধ্যে সৈয়দপুরে ১৩১টি, জলঢাকায় ২৫টি ও ডোমারে ৪২টি পরিবার রয়েছে। 

তিনি জানান, নীলফামারী জেলায় আজকের দুটি উপজেলাসহ পাঁচটি উপজেলা ভুমিহীন ও গৃহহীন হিসেবে ঘোষণা হলো।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী