ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুরে আরো ৭টি উপজেলাকে ভুমিহীন-গৃহহীন ঘোষণা
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৮-০৯ ০৫:৪৩:১৮

দিনাজপুরের আরো ৭টি উপজেলাকে ভুমিহীন-গৃহহীন ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনাজপুরে আরো ৪৯৪টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আধা পাকা ঘর বিতরণের এই ঘোষণা দেন।

৪৯৪টি পরিবারকে বাড়ির চাবি ও জমির মালিকানা দলিল হস্তান্তর উপলক্ষে আজ বুধবার সকালে দিনাজপুরের ৭'টি উপজেলায় পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।দিনাজপুর সদর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।

বিতরণের এরমধ্যে দিনাজপুর সদরে ১৫১টি,বোচাগঞ্জে ৭৫টি,বীরগঞ্জে ১৩৬টি,চিরিরবন্দরে ২৫টি,পার্বতীপুরে ৬০টি,বিরামপুরে ১৭টি ও হাকিমপুরে ৩০টি রয়েছে।

এই ঘোষণার মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে ১১টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন(ক- শ্রেণি) ঘোষণা করা হলো।এর আগে ২১ জুলাই'২২ নবাবগঞ্জ এবং ২২ মার্চ'২০২৩ বিরল,কাহারোল ও খানসামা উপজেলাকে ভুমিহীন-গৃহহীন ( ক- শ্রেণি) ঘোষণা করা হয়।

 জেলায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ১০ হাজার ৬১৮টি,৪র্থ পর্যায়ে ১ম ধাপে ১ হাজার ৮৩৫টি,২য়  ধাপে আজ বুধবার ৪৯৪টি পরিবারকে বাড়ির চাবি ও জমির মালিকানা দলিল হস্তান্তর করা হয়েছে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত