ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কাশিয়ানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্ম বার্ষিকী পালন
  • কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • ২০২৩-০৮-০৯ ০১:০১:৪৬

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় মঙ্গলবার সকাল ১০ টার সময় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।

জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে, উপজেলা কমপ্লেক্সের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্প স্তবক নিবেদন করার সময় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ই আগস্টে শাহাদতবরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে কাশিয়ানী উপজেলা হল কক্ষের রুমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, শুরুতেই এক মিনিট নীরবতা পালন করার ভিতর দিয়ে, আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সরকারি কমিশনার ভূমি মিলন সাহার সঞ্চালনার উপস্থিত ছিলেন, কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ আলম,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, উপজেলা প্রকৌশলী মোঃ মোরশেদুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মীরান হোসেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী ইজাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান শেখ, উপজেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফারুক আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন (আনু), উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মুরাদ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ইউনুস শেখ, বাংলাদেশ প্রেসক্লাব কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি মোঃ লিটন শিকদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম মুন্না,  উপজেলা বিআরডিবি কর্মকর্তা, সহ সকল শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত