ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
মালয়েশিয়া ২২ বছর পর অর্থনৈতিক মন্দার কবলে
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-১৪ ২৩:১৫:১১

মালয়েশিয়া দীর্ঘ ২২ বছর পর ভয়াবহ অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে। করোনাকালে দেশটির জিডিপি ১৭.১% কমে যাওয়ায় ১৯৯৮ সালের পর এই প্রথম বড়সর ধাক্কা লেগেছে বলে মনে করছেন দেশটির অর্থনীতিবিদরা।  

এর আগে ১৯৯৮ সালে দেশটির প্রান্তিক জিডিপি ১১.২% কমে গিয়েছিল। মালয়েশিয়ার রাষ্ট্রীয় ব্যাংক নেগারা এই তথ্য প্রকাশ করেছে বলে দেশটির কিনি টেলিভিশনের খবরে জানানো হয়েছে।

যদিও মন্দা কাটিয়ে উঠতে সরকারি ও বিভিন্ন সেক্টরে ৩৫ বিলিয়ন রিংগিত আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে দেশটির সরকার। আশার কথা হলো ইতিমধ্যে এর সুফল পেতে শুরু করেছে দেশটি।   

গত ১৮ মার্চ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার মালয়েশিয়া সরকার টানা ৩ মাস মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) লকডাউন বহাল রেখেছে। এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে সবাইকে ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছিল। এরপর ৩ মাস পরে শর্তসাপেক্ষে সীমিত আকারে লকডাউন শিথিল করা হলে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে মালয়েশিয়া। তবে এখনো রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) বহাল রেখেছে সরকার।

বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ