ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২৩-০৮-০৮ ০৮:১৭:০৫

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ে 'ডিসি গার্ডেন' এর সন্মুখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অসচ্ছল মহিলাদের  মাঝে সেলাই মেশিন বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। 

এসময়ে অনুষ্ঠানে টিভি পর্দায়  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র উপস্থিতিতে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন হতে  বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক-২০২৩ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখা হয়। বিকেলে বিভিন্ন মসজিদ দোয়া ও মোনাজাত এবং মন্দির সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। 
 
এসময় পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল  বিপিএম (বার)  পিএম (বার), স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন,জেলা আ.লীগের  সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,  মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক কানিজ ফাতেমা সহ প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন।  জেলার  বিভিন্ন উপজেলায়  ৭০ জন মহিলাকে সেলাই মেশিন এবং ৪০ জন মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী