ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
নীলফামারীতে উৎসবে নিজেদের স্বপ্ন জানালো ৫৫০ শিশু ও যুব
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৮-০৮ ০৭:০৫:৫৩

ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রামের আয়োজনে ‘শিশু ও যুব উৎসব’ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। 

শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 

এতে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা কেএম আরিফুজ্জামান ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন বক্তব্য দেন। 

আয়োজক সংস্থার প্রোগ্রাম অফিসার অগাস্টিন মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু ফোরামের সদস্য চন্দন রায় ও প্রভাতি রায়।
 
অনুষ্ঠানে নীলফামারী পৌরসভা, টুপামারী, পলাশবাড়ি ও খোকশাবাড়ি ইউনিয়নের ৩৫০টি শিশু ফোরামের সদস্যদের মধ্য থেকে ৫৫০জনের স্বপ্ন উল্লেখ করা হয়। 

এতে কেউ চিকিৎসক, কেউ শিক্ষক, কেউ পুলিশ, কেউ আবার পাইলট হওয়ার ইচ্ছে প্রকাশ করেন। 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। এজন্য পরিশ্রমের কোন বিকল্প নেই। পরিশ্রম না করে স্বপ্ন দেখা কাজে আসে না। 

তিনি বলেন, যত বড় বড় মানুষদের নাম আমরা শুনি, তাদের সকলেরই বয়স কিন্তু ২০-২৫এর মধ্যে এবং এই সময়ে তাদের সফলতা এসেছিলো। এজন্য এই বয়সের মধ্যেই সফলতা অর্জণের জন্য কাজ করতে হবে। 

ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির প্রোগ্রাম অফিসার অগাস্টিন মিস্ত্রী বলেন, আমাদের প্রকল্প এলাকায় কয়েক হাজার শিশু ও যুব রয়েছে। এদের মধ্য থেকে ৫৫০জনকে নির্বাচিত করে তাদের স্বপ্ন জানার চেষ্টা করেছি এবং উৎসাহ প্রদান করেছি যাতে তারা এগিয়ে যেতে পারে।

অনুষ্ঠান শেষে শিশু ও যুবদের উপহার হিসেবে বই প্রদান করেন জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিগণ।

বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’:সমাজকল্যাণ মন্ত্রী
মাধবদী বিবির কান্দিতে বেঙ্গল বি লিমিটেড ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এলাকাবাসীর
দিনাজপুরে বিদ্যুতের অভাবে সেচকাজ ব্যাহত, দুশ্চিন্তায় দিনাজপুরের বোরো চাষি
সর্বশেষ সংবাদ