ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফুলবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০৮-০৮ ০৫:৪৯:৩৭

"পুলিশই জনতা জনতায় পুলিশ"এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক, বাল্যবিবাহ নারী নির্যাতন জুয়া ও আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে   সুধীজন  ও জনপ্রতিনিধিদের নিয়ে  বীট পুলিশিংয়ের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৮ আগস্ট দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা, সাধারণ জনগণ ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এই ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে তাদের সুবিধে অসুবিধার কথাগুলো তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতার হাত বাড়ান। 

এতে বক্তব্য রাখেন, ক্রাইম এন্ড অপস্ কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, ফুলবাড়ী থানার  অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ(হারুন)সহ আরো অনেকে।

অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন জানান, আপনারা আপনাদের সকল প্রকার খোলামেলা কথাগুলো আমাদের কাছে প্রকাশ করতে পারেন আমরা আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের স্বার্থে আমাদের পুলিশ প্রশাসন কাজ করবো।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী