ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
ফুলবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০৮-০৮ ০৫:৪৯:৩৭

"পুলিশই জনতা জনতায় পুলিশ"এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক, বাল্যবিবাহ নারী নির্যাতন জুয়া ও আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে   সুধীজন  ও জনপ্রতিনিধিদের নিয়ে  বীট পুলিশিংয়ের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৮ আগস্ট দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা, সাধারণ জনগণ ও ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এই ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে তাদের সুবিধে অসুবিধার কথাগুলো তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতার হাত বাড়ান। 

এতে বক্তব্য রাখেন, ক্রাইম এন্ড অপস্ কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, ফুলবাড়ী থানার  অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ(হারুন)সহ আরো অনেকে।

অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন জানান, আপনারা আপনাদের সকল প্রকার খোলামেলা কথাগুলো আমাদের কাছে প্রকাশ করতে পারেন আমরা আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের স্বার্থে আমাদের পুলিশ প্রশাসন কাজ করবো।

বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’:সমাজকল্যাণ মন্ত্রী
মাধবদী বিবির কান্দিতে বেঙ্গল বি লিমিটেড ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এলাকাবাসীর
দিনাজপুরে বিদ্যুতের অভাবে সেচকাজ ব্যাহত, দুশ্চিন্তায় দিনাজপুরের বোরো চাষি
সর্বশেষ সংবাদ