ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
আজ চালু হচ্ছে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৮-১৪ ২৩:১১:১৫

করোনাভাইরাস জয়ীদের কাছ থেকে প্লাজমা সংগ্রহের জন্য গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারের উদ্বোধন করা হবে আজ শনিবার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির স্মরণে বেলা ১১টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা সেন্টারের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ খান।

গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, শুরুতে প্রতিদিন ২৫ জনকে প্লাজমা দেয়া হবে। সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৫০ জনকে প্লাজমা এবং অতিরিক্ত ৫০ জনকে প্যাকড সেল, প্লাটিলেট, বিভিন্ন ব্লাড ফেক্টরস দেয়ার পরিকল্পনা রয়েছে। থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিনোপ্যাথির জন্য প্রয়োজনীয় রক্ত সঞ্চালের ব্যবস্থা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ জন দুস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন
ঝালকাঠিতে আশা’র উদ্যোগে ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান
ঠাকুরগাঁওয়ে আশা'র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ