ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
নীলফামারীতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে ৭০জন নারী পেলো সেলাই মেশিন
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৮-০৮ ০৫:১৪:১০

‘সংগ্রাম-স্বাধীনতায় প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্যে নীলফামারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে আলোচনা সভা এবং সেলাই মেশিন বিতরণের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।  
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম। 

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে পুলিশ সুপার গোলাম রসুল পিপিএম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি বক্তব্য দেন। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান। 

পরে নীলফামারী সদর উপজেলার ২০জন নারীর মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করেন সংসদ সদস্য। 
জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, জেলার ছয় উপজেলায় ৭০জন নারীকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি করে সেলাই মেশিন দেয়া হয়।

বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’:সমাজকল্যাণ মন্ত্রী
মাধবদী বিবির কান্দিতে বেঙ্গল বি লিমিটেড ব্যাটারি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ এলাকাবাসীর
দিনাজপুরে বিদ্যুতের অভাবে সেচকাজ ব্যাহত, দুশ্চিন্তায় দিনাজপুরের বোরো চাষি
সর্বশেষ সংবাদ