আগামী ৯আগষ্ট নীলফামারী জেলার জলঢাকা ও ডোমার উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন ১৯৮টি পরিবারের মাঝে দুই শতক জমি ও ঘরের চাবি হস্তান্তর করা হবে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান মোহাম্মদ সরকার ও সহকারী কমিশনার সাদিয়া আফরিন এ সময় উপস্থিত ছিলেন। ইতোমধ্যে নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভুমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প-২ হতে এ পর্যন্ত ৪১৪৫জনকে জমিসহ ঘর দেয়া হয়েছে। জেলার ভুমিহীন ও গৃহহীন ৪৭২৩জনের মধ্যে আর বাকি থাকছে ৫৭৮জন।
জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘একজন মানুষও গৃহহীন থাকবে না’ এমন ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসুচী অব্যাহত রয়েছে।