ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
নীলফামারীতে মোটরসাইকেল ও অন্যান্য মালামালসহ দুই চোর গ্রেফতার
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৮-০৮ ০০:৫৮:২২

নীলফামারীতে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এছাড়াও উদ্ধার করা হয়েছে দোকান ও বাড়ি চুরির মালামাল। গ্রেফতার চোরদের গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতাররা হলেন জেলা সদরের নতুন পুলিশ লাইন্স এলাকার মৃত. এছার উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন ও মেরাজুল ইসলাম। 

জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) সুত্র জানায়, গত ২২জানুয়ারী জেলা সদরের নতুন পুলিশ লাইন্স এলাকার শুভ্রদেব রায়ের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ২৪জানুয়ারী থানায় মামলা করেন ওই ব্যক্তি। 

পরবর্তিতে পুলিশ সুপার মো. গোলাম সবুর পিপিএম এর নির্দেশনায় মামলাটির তদন্তভার পেলে কাজ শুরু করে গোয়েন্দা পুলিশ। তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তি ও গোপন সোর্সের মাধ্যমে চুরি হওয়া মোটর সাইকেল ও চোর শনাক্ত করে ডিবি পুলিশ। সুত্রধরে ৬আগষ্ট বিকেলে শহরের গাছবাড়ি রংপুর অটোমোবাইল ওয়ার্কশপ এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও নতুন পুলিশ লাইন্স এলাকার ইসমাইল হোসেন ও মেরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই চোর মোটরসাইকেল চুরি এবং আবুল কালাম আজাদের দোকান ও আমিনুর রহমানের বাড়ি চুরি হওয়ার বিষয়টি স্বীকার করেন। 

ডিবি ওসি রওশন কবির বলেন, দোকান চুরি ও বাড়ি চুরির মালামাল উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। উদ্ধার হওয়া উল্লেখযোগ্যের তালিকায় নগদ ২১হাজার টাকা, বৈদেশিক মুদ্রা ও দেড় ভরি স্বর্ণ রয়েছে। আদালতের মাধ্যমে গতকাল তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। 

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৩
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
সর্বশেষ সংবাদ