ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পার্বতীপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের সহায়তা করার অভিযোগ
  • মামুনুর রশিদ, পার্বতীপুর (দিনাজপুর)
  • ২০২৩-০৮-০৮ ০০:৫৪:০৮

পার্বতীপুরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক সেবন, মাদকের আসর বসানোসহ অসাধু মাদক ব্যবসায়ীদের প্রত্যক্ষভাবে সহায়তা করার অভিযোগ উঠেছে। নির্বাচিত জনপ্রতিনিধির এমন ঘনিষ্ঠ সান্যিধ্য পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদকের স্বর্গরাজ্য কায়েম করেছে। মাদকের বেচা কেনায় হয়ে উঠেছে তারা এখন চরম বেপরোয়া। 

এই অবৈধ মাদক ব্যবসা বন্ধ করাসহ অভিযুক্ত ইউপি সদস্যকে ডোপ টেস্ট করাতে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য বিক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে পৃথক দু’টি অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম শাহ নেওয়াজ আলী। তিনি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য। লিখিত অভিযোগের বর্ননা মতে ও ঘটনাস্থল আটরাই গ্রাম ও ডাঙ্গারহাট এলাকায় সরেজমিনে গেলে এলাকার অনেক ব্যক্তি তার মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের অবৈধ ব্যবসায় সহায়তা করার বিষয়টি নিশ্চিত করেন। গ্রামের বাসিন্দা ও অভিযোগে প্রথম স্বাক্ষরকারী মোশারফ হোসেন এ প্রতিনিধির নিকট সরাসরি অভিযোগ করে বলেন, ইউপি সদস্য শাহ নেওয়াজ আলী দীর্ঘদিন যাবত প্রকাশ্য দিবালোকে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা টেবলেট সেবন করে আসছেন। এছাড়াও প্রতিদিন সকাল ও সন্ধায় আটরাই গ্রাম ও ডাঙ্গারহাট এলাকার বিভিন্ন স্থানে এলাকার কিশোর ও যুবকদের নিয়ে প্রকাশ্যে মাদকের আসর বসায়। শাহ নেওয়াজের সাথে মাদক ব্যবসায়ীদের সখ্যতা থাকায় মাদক ব্যবসায়ীরা নিরাপধভাবেই তাদের অবৈধ ব্যবসা করার সুযোগ পাচ্ছে। তিনি আরও বলেন, শাহ নেওয়াজ নিজের অর্থ যোগান দিয়ে বিভিন্ন যুবকের দ্বারা মাদক ব্যবসাও করছেন বলে তাদের কাছে তথ্য প্রমানও রয়েছে। 

এদিকে নিজ গ্রামে হাতের কাছেই হরেক রকমের মাদক পেয়ে ক্রমেই কিশোর ও যুবকেরা মাদক সেবনের দিকে ঝুকে পড়ছে। মাদকাসক্ত মাতালদের উপদ্রবে স্কুলগামী ছাত্রী ও পথচারী নারী পুরুষরা প্রায়ই বিব্রত হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভূগছেন। মাদক ক্রয়ের অর্থ যোগাতে ছোট বড় চুরি ও ছিনতাইয়ের সাথেও জড়িয়ে পড়ছে এলাকার কিশোর ও যুবকেরা। গ্রামবাসীদের অভিযোগ, একজন জনপ্রতিনিধি যদি নিজেই মাদক সেবন ও অপরাধীদের সহায়তা অব্যাহত রাখেন তাহলে গ্রাম সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে হুমকির মধ্যে পড়বে। 

পলাশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রুহুল আমিন জানায়, শাহ নেওয়াজের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক সেবনের অভিযোগ উত্থাপিত হলে পরিষদের একটি রেজুলেশনের মাধ্যমে তার বিরুদ্ধে সাময়িক শাস্তির ব্যবস্থা করা হয়েছিল। 

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদেরকে বলেন, ইউপি সদস্য শাহ নেওয়াজের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে গোপনে ও প্রকাশ্যে তদন্ত অব্যাহত আছে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

অভিযুক্ত ইউপি সদস্য শাহ নেওয়াজের সাথে আজ দুপুর ১২টায় তার মুঠোফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ অস্বীকার করে বলেন, যুবক বয়সে মাদক সেবনের অভ্যাস ছিল। বর্তমানে এসবের সাথে তিনি জড়িত নন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী