নীলফামারীতে একটি আইসক্রিম প্রস্ততকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬০হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানকালে আগামী সাত দিনের জন্য প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ঠ কর্মকর্তা।
গতকাল সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়ি হাট সংলগ্ন এলাকায় অবস্থিত ‘সোনার বাংলা আইসক্রিম’ ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম। এসময় সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোরসালিন ইসলাম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ঠ সুত্র জানায়, বিভিন্ন রঙ, বিষাক্ত কেমিক্যাল, রোবট, সেকারিন ব্যবহার করে আইসক্রিম তৈরি হতো এখানে। এছাড়াও প্রস্তুত হতো কোমল পানিয় যেখানে বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানিয়ের মোড়ক ব্যবহার করা হতো।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটির ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিক ভাবে টাকা পরিশোধ করেন প্রতিষ্ঠানের মালিক ফেরদৌস আলম।
তিনি বলেন, উদ্ধার হওয়া খাবার অযোগ্য দ্রব্য পুতে রাখা হয় এবং প্রতিষ্ঠানটি সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।