ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৩-০৮-০৮ ০০:৪৮:০৯

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে আসছেন এবং সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্তসহ অপরাধ নিবারনে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশ (৬আগস্ট) সকাল ৮টায় নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব, কল্যাণের নিমিত্তে ও সরকার কর্তৃক প্রদেয় বিভিন্ন পদস্তরের বিভিন্ন ক্যাটাগরির মালামালের যথাযথ ব্যবহারের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়। বৃষ্টির মাঝেও পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে অনুষ্ঠিত কিট প্যারেড পরিদর্শন ও সালামি গ্রহন করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল সদস্য কে সরকারি বিভিন্ন মালামাল যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে কঠোর দিক-নির্দেশনা প্রদান করেন। আগত সময়ে কেউ যাতে কোনভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রতি বিনষ্ট করতে না পারে সে সব বিষয়ে সুনির্দিষ্ট প্রেরনা, প্রেষনা ও নির্দেশনা প্রদান করেন।

উক্ত কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) ইস্রাফিল হাসানসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রামের নাগরিকদের অধিকতর বেগবান হয়ে সেবা প্রদানে অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব, কল্যাণের নিমিত্তে ও সরকার কর্তৃক প্রদেয় বিভিন্ন পদস্তরের বিভিন্ন ক্যাটাগরির মালামালের যথাযথ ব্যবহারের লক্ষ্যে জেলা পুলিশের মাসিক কিট প্যারেডে এ কথা জানান। মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কুড়িগ্রামের মানুষের টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী