ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কুড়িগ্রাম পুলিশ ধর্ষণের ঘটনায় ৯ঘন্টার মধ্যে গাইবান্ধা থেকে ধর্ষককে গ্রেফতার
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৩-০৮-০৬ ০৪:৫৫:০১

কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা উন্নতির প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে সর্বদা কঠোর পরিশ্রম করে আসছেন এবং সংঘটিত  অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্তসহ অপরাধ নিরসনে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের ঢুষমারা থানা একালায় (৫আগস্ট) বিকেলে ধর্ষণের ঘটনায় ঢুষমারা থানায় ধর্ষণ মামলা রুজু হলে তাৎক্ষণিকভাবে ঢুষমারা থানা পুলিশের একটি চৌকস টিম ধর্ষক কে সনাক্ত করে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে করে (৫আগস্ট) রাত সাড়ে ১২টায় ঘটনার মাত্র ৯ঘন্টার ব্যবধানে ধর্ষক মোঃ ফারুক মিয়া (৩০) কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ধর্ষণের ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে মামলা রুজু পূর্বক দ্রুততম সময়ে ঢুষমারা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে মাত্র ৯ঘন্টার মধ্যে গাইবান্ধা জেলা থেকে ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ঢুষমারা থানা পুলিশ অভিযান চালিয়ে মাত্র ৯ঘন্টার মধ্যে ধর্ষক কে গ্রেফতার করেছে। কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও মাদক, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কুড়িগ্রামের মানুষের টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী