শেখ কামাল স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা ‘শহীদ শেখ কামাল মঞ্চ’ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকেলে ফলোক উন্মোচন করে এই মঞ্চের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও পৌর আওয়ামীলীগের সভাপতি মুসফিকুল ইসলাম বক্তব্য দেন অনুষ্ঠানে।
স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল আমিন স্বপনের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য ইসরাত জাহান পল্লবী।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য ইসরাত জাহান পল্লবীর প্রকল্প থেকে চার লাখ টাকা ব্যয়ে শেখ কামাল মঞ্চ নির্মিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল একজন বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি যেমন খেলোয়ার ছিলেন তেমনি সংস্কৃতি সেবী মানুষও ছিলেন।
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখোনো থেমে নেই, তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠান শেষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১১ক্রীড়াবিদকে সম্মাননা এবং জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দশটি ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।