ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
তৃণমুলে সরকারের উন্নয়ন ছড়িয়ে দিচ্ছেন সরকার ফারহানা আক্তার
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৮-০৬ ০৪:২৫:১২

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম তৃণমুলে ছড়িয়ে দিতে প্রচার প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি। 

পাড়া মহল্লায় উঠান বৈঠক ছাড়াও সভা সমাবেশ করছেন তিনি। সরকারের নানা উন্নয়ন কার্যক্রম সম্বলিত লিফলেট বিতরণ করছেন যুব মহিলা লীগের এই নেতা।

গেল কয়েক দিনে ডোমার উপজেলার গোমনাতি, কেতকিবাড়ি, ভোগডাবুড়ি, ডিমলা উপজেলার বামুনিয়া, খগাখড়িবাড়ি, বালাপাড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গিয়ে এই প্রচারণা চালান বীর মুক্তিযোদ্ধা সন্তান সরকার ফারহানা আকতার সুমি। 

সুমি যুবমহিলা লীগ ছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুর্নবাসন) এবং নীলফামারী জেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 

ইতোপুর্বে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রশিক্ষণ শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ^বিদ্যালয় ইউনিটেও দায়িত্ব পালন করেন তিনি। 

জানতে চাইলে নীলফামারী-০১ আসনে(ডোমার-ডিমলা) মনোনয়ন প্রত্যাশী সরকার ফারহানা আকতার সুমি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা এখন কাজ করছেন। সারাদেশের এত উন্নয়ন, অতীতের কোন সরকার করতে পারেনি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম তৃণমুলে ছড়িয়ে দিতে কাজ করছি মাত্র আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী