ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সৈয়দপুর রেলওয়ে থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’
  • নূর আলম
  • ২০২৩-০৮-০৬ ০৪:২৩:৫১

সৈয়দপুর রেলওয়ে থানার উদ্যোগে গতকাল শনিবার ‘কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। 

সৈয়দপুর রেলস্টেশন প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রেলওয়ে পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার(সদর) তোবারক আলী বক্তব্য দেন। 

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সাকিউল আযমের সভাপতিত্বে সভায় কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব বক্তব্য দেন।
 
প্রধান অতিথির বক্তব্যে রেলওয়ে পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, নিরাপদ ভ্রমণের একমাত্র মাধ্যম রেলওয়ে। নিরাপদ ভ্রমণ যেন অনিরাপদ না হয়ে উঠে এজন্য সকলকে সজাগ থাকতে হবে।
 
কেউ যাতে ট্রেনে পাথর নিক্ষেপ না করে, এজন্য সচেতন হতে হবে সবাইকে কারণ ট্রেনে পাথর নিক্ষেপের ফলে মারাত্মক ক্ষতি হতে পারে একজন যাত্রীর এবং সরকারী এই সম্পত্তির।
 
সভা শেষে সচেতনতা মুলক একটি র‌্যালি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত