ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
সিরাজগঞ্জে হরিনা পিপুলবাড়ীয়া বাজার বণিক সমবায় সমিতির উদ্যাগে প্রতিবাদ সভা ও মানববন্ধন
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২৩-০৮-০৩ ০৫:৩৮:৩৫

সিরাজগঞ্জে খায়রুল চোরের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও হরিনা পিপুলবাড়ীয়া বাজার বণিক সমবায়  সমিতির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন  কর্মসূচি  অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০ টায় সদর উপজেলার হরিনা পিপুলবাড়ীয়া বাজার বণিক সমবায়  সমিতি লিমিটেড  ও অত্র এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দের আয়োজনে এই প্রতিবাদ  সভা ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে হরিনা পিপুলবাড়ীয়া বাজার সমিতির  সভাপতি আমজাদ হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক  জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী তালুকদার, হরিনা পিপুলবাড়ীয়া বাজার বণিক সমবায়  সমিতির সভাপতি আলহাজ্ব আবু তালেব,সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ্ , রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার তালুকদার , মোঃ আসলাম উদ্দিন শেখ প্রমূখ। 

বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ প্রকৃত সত্য ঘটনা খুঁজে কলমের মাধ্যমে  সত্য ঘটনাটি  আপনারা মিডিয়ায় প্রকাশ করেন। খায়রুল চোরকে অবিলম্বে  গ্রেফতার ও মিথ্যা  মামলা প্রত্যাহারে দাবী জানান। 

উল্লেখ্য: গত ১৭ জুলাই ২০২৩ইং হরিনা  পিপুলবাড়ীয়া বাজার থ্রি-স্টার স্পেয়ার পার্টসের দোকানে চুরি করে নগদ অর্থ সহ মালামাল  চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় খায়রুলকে সিসি টিভি ফুটেজের মাধ্যমে চোর প্রমানিত হওয়ায় উপস্থিত জনসাধারণ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করেন। খায়রুল চোর জামিনে বের হয়ে বাজার বণিক সমিতির সভাপতি আবু তালেব ও সাধারন সম্পাদক আব্দুল আলীম সহ অজ্ঞাতনামা ৭-৮ জনের  বিরুদ্ধে ১টি মিথ্যা মামলা দায়ের করেন।  তারই  প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন হরিনা পিপুলবাড়ীয়া বাজার বণিক সমবায়  সমিতি লিমিটেড ও অত্র এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দরা।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত