ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তত্বাবধায়কের সাথে আবাসিক চিকিৎসকদের বিরোধের ঘটনায় তদন্ত শুরু
  • মজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া
  • ২০২৩-০৮-০১ ০৮:৩৫:৫৩

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্বাবধায়কের সাথে আবাসিক চিকিৎসকদের বিরোধের ঘটনায় তদন্ত শুরু করেছেন চট্টগ্রামের স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা: মহিউদ্দিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৩ সদস্যের প্রতিনিধিদল।

আজ সকালে তারা এই তদন্ত কার্যক্রম শুরু করেছেন।
 
জেলার একমাত্র প্রধান সরকারী চিকিৎসা নিতে কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের দুই আবাসিক চিকিৎসক রানা নূরুস শামস্ ও ফাইজুর রহমান ফয়েজের বিরুদ্ধে সরকারি সেবা বন্ধ রেখে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ দীর্ঘদিনের।

এ অবস্থায় সঠিকভাবে দায়িত্ব পালন না করায় চলতি মাস থেকে অভিযুক্ত দুই চিকিৎসকের বেতন বন্ধ রাখার সুপারিশ করেন হাসপাতালের তত্বাবধায়। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে তত্ত্বাবধায়কের কক্ষে গিয়ে তাকে লাঞ্ছিত করেন ডাক্তার শামস্ ও ফয়েজ। এসময় কৌশলে হাসপাতালের সিসি ক্যামেরা বন্ধ করে রাখেন তারা।

এদিকে, হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক ওবায়দুল্লাহর দাবি অনুযায়ী সপ্তাহে ৩ দিন রোগী না দেখার আবেদনে সাড়া না দেয়ায় একজোট হয়ে লাঞ্ছিত করেন তত্ত্বাবধায়ককে। এ ঘটনার পর আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা: মহিউদ্দিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ৩ সদস্যের প্রতিনিধিদল ঘটনার তদন্ত শুরু করেছেন। তারা হাসপাতালের চিকিৎসকদের সাথে বৈঠক করেন। আগামী ৭দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানানো হয়। এদিকে তদন্ত কার্যক্রম চলার কারণে আজো হাসপাতালটিতে চিকিৎসা সেবা ব্যাহত হয় অন্তত ২ঘন্টা। এতে ভোগান্তিতে পরেন দূরদুরান্ত থেকে আসা রোগীরা।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত