বৃহষ্পতিবার (২৭ জুলাই) সিঙ্গাপুরে অনুষ্ঠিত কমনওয়েলথ পার্টনারশিপ সামিট এন্ড বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ এ অ্যাওয়ার্ড পেলো "এম ৩৬০ আই সি টি"। ট্রাভেল ও ট্যুরিজম সেক্টর এ বিশেষ অবদান এর জন্য "এম ৩৬০ আই সি টি" এ সম্মাননা পেল।কোম্পানির পক্ষ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সি ই ও ফাহিম শাহরিয়ার। "ট্রাবিল" একটি পরিপূর্ণ ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার। "ট্রাবিল" সফটওয়্যারটি গত বছর বেসিস ন্যাশনাল আই সি টি অ্যাওয়ার্ড ২০২২ এ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়া সহ দেশ ও বিদেশ থেকে একাধিক সম্মাননা অর্জন করেছে ইতিমধ্যে। সফটওয়্যারটি বাংলাদেশ সহ আরো ১১ টি দেশে সফলভাবে পরিচালিত হচ্ছে। ট্রাবিল, এম ৩৬০ আই সি টি সফটওয়্যার কোম্পানীর একটি উদ্ভাবন। বিশ্বের যে কোন জায়গা থেকে মোবাইল অথবা কম্পিউটার যে কোন ডিভাইস দিয়ে অনলাইনে সফটওয়্যারটি পরিচালনা করা যায়। উল্লেখ্য এম ৩৬০ আই সি টি সফটওয়্যার কোম্পানী সফটওয়্যারটি SAAS (Software AS A SERVICE) মডেলে সেবা প্রদান করছে। বর্তমানে এম ৩৬০ আই সি টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) নিয়েও কাজ করছে। কোম্পানিটি ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টর ছাড়াও আরও বিভিন্ন সেক্টরে তাদের দক্ষতার প্রমাণ দিয়ে যাচ্ছে।কোম্পানিটিতে কাজ করছে আন্তর্জাতিক মানসম্পন্ন ম্যানেজমেন্ট টীম ও ডেভেলপমেন্ট টীম।কোম্পানির চেয়ারম্যান প্রফেসর ড. মাহবুবুল হক জোয়ারদার,যিনি একজন সার্টিফাইড ম্যানেজমেন্ট কনসালটেন্ট।
কোম্পানিতে ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন মাসুম এম ডি মহসিন, যিনি বাংলাদেশের প্রথম আইটি কোম্পানির প্রতিষ্ঠাতা ও একজন বীর মুক্তিযোদ্ধা।
ভাইস চেয়ারম্যান ও আইটি প্রধান হিসাবে আছেন মোহাম্মদ জালালউদ্দীন, যিনি একজন আন্তর্জাতিক মান সম্পন্ন আইটি বিশেষজ্ঞ এবং স্ক্রাম মাস্টার। ভাইস চেয়ারম্যান হিসেবে আরও আছেন চৌধুরী মোস্তাক আহমেদ, যিনি ন্যাশনাল ব্যাংক এবং পদ্মা ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।
এছাড়াও কোম্পানিটিতে ৫০ জন এর অধিক সফটওয়ার ইঞ্জিনিয়ার কর্মরত আছেন।