ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৭-৩১ ০৬:২৬:০৬

বিভিন্ন কর্মসুচিতে নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে গতকাল।

এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। 
 
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষ।
 
বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। 

এতে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফ উদ্দিন। 
সভা শেষে রচণা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় ২০জনকে পুরস্কার প্রদান করেন অতিথিগণ। 
এরআগে বর্নাঢ্য এক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফ উদ্দিন জানান, ‘মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ প্রতিপাদে এবারের দিবস পালিত হচ্ছে।
 
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মসুচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

পেঁয়াজের বিজ চাষ করে লাখপতি ঠাকুরগাঁও এর মোয়াজ্জেম
ইএসডিও আরএমটিপি প্রকল্পের সহযোগিতায় সাইলেজ খাওয়ানোর কার্যকারিতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে  উপকারি বৃষ্টির জন্য ইস্তিসকার  নামাজ আদায়
সর্বশেষ সংবাদ