ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
লালমোহনে সাহিত্য মেলার উদ্বোধন করলেন এমপি শাওন
  • মো: জহিরুল হক, ভোলা
  • ২০২৩-০৭-৩১ ০৬:১০:৩৪

ভোলার লালমোহনে সাহিত্য মেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অুনষ্ঠিত হয়। ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরেই থেকেই সব শ্রেণির মানুষের জীবন মান উন্নত করেছেন। শেখ হাসিনা সরকার সবসময় গ্রামকে শহরে রুপান্তর করেছেন, আগে সাহিত্য মেলা ঢাকা/জেলা কেন্দ্রিক ছিল। এখন গ্রামে বসেই শহরের সকল ধরনের সুযোগ সুবিধা পায় দেশের সকল জনগন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভোলা জেলা কালচারাল অফিসার তানবীর রহমান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভোলা আবৃত্তি সংসদ এর সভাপতি শামস-উল-আলম মিঠু, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, সহকারী কমিশনার ভুমি ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।

সাহিত্য মেলায় বিভিন্ন ষ্টল, মেলা প্রবন্ধ পাঠ ও আলোচনা, লেখক কর্মশালা, সাহিত্য পাঠ ও সাহিত্য আড্ডা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

সোনারগাঁও জাদুঘরের বৈশাখীমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি
গাজীপুরে শেখ জামালের ৭১তম জন্মদিন পালন
নরসিংদীতে হিট স্ট্রোকে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
সর্বশেষ সংবাদ