ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালিয়াকৈরে জাতীয় শোক দিবসের প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত
  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • ২০২৩-০৭-৩১ ০৫:৫৯:৪৭

গাজীপুরের কালিয়াকেরে সোমবার সকালে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানার অপারেশন (ওসি)মো. যোবায়ের,গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ শিকদার, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন,কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলিম, কালিয়াকৈর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী  উপস্থিত ছিলেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী