রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে নীলফামারী জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুবমহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি।
জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তির সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী। বিভিন্ন ইউনিটের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশে নীলফামারী থেকে হাজার হাজার যুব মহিলা লীগের নেতা কর্মী অংশ নেবে বলে সিদ্ধান্ত হয় সভায়।