ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
কুড়িগ্রাম পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৩ গ্রেফতার
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৩-০৭-৩১ ০৫:৫১:৩৮

কুড়িগ্রাম জেলার চৌকশ পুলিশের অভিযানে গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৩জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিক্রেতা-সেবনকারী এবং বিভিন্ন অপরাধের সাথে জ্বড়িতসহ ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে।

কুড়িগ্রাম গণমানুষের মানবিক পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের নির্দেশে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন নেতৃত্বে সকল পুলিশ প্রশাসন মাদক ও জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' দুর্বার গতিতে কুড়িগ্রামের জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করাসহ আইন-শৃঙ্খলার ব্যাপক উন্নয়ন করেছেন

কুড়িগ্রামে গত ২৪ঘন্টায় বিভিন্ন থানায় বিশেস অপরাধে অভিযান পরিচালনায় করে ১৩জন গ্রেফতার করে। এর মধ্যে জিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ২, নাগেশ্বরী ১জন। নিয়মিত মামলায় গ্রেফতার উলিপুর ১,ফুলবাড়ী ২, ভূরুঙ্গামারী ১, রৌমারী-০১জন। পূর্বের মামলায় কুড়িগ্রাম থানায় ৪জন এবং ১৫১ধারায় নাগেশ্বরী থানায় ১জনসহ মোট ১৩জন আসামী গ্রেফতার করে। 

জিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ১, নাগেশ্বরী ২জন। সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর ১, নাগেশ্বরী ৪, ভূরুঙ্গামারী ৩জন এবং জিআর সাজা ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ১, উলিপুর ৩জন। সিআর সাজা ওয়ারেন্ট মূলে নাগেশ্বরী থানায় ৩জন। নিয়মিত মামলায় গ্রেফতার নাগেশ্বরী ১, চিলমারী ২, রৌমারী১জন। পূর্বের মামলায় নাগেশ্বরী থানায় ১জনসহ মোট ১৩জন আসামী গ্রেফতার করে পুলিশ প্রশাসন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জেলার চৌকশ পুলিশের অভিযানে গত ২৪ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৩জন গ্রেফতার করেছে। অপরাধের সাথে সাথে যেই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম গণমানুষের মানবিক পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। জেলায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে। যেকোন তথ্য জানাতে সরাসরি পুলিশ সুপার অথবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি।

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর  অভিযানে ৩৪ টি নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার-০১
কুমিল্লায় প্রতিবন্ধী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড
দিনাজপুরে শিশু মিরাজ কাজী হত্যা মামলায় দাদা মমতাজকে যাবজ্জীবন কারাদন্ড
সর্বশেষ সংবাদ