ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবের বাসভবনে ককটেল বিস্ফোরণ
  • ফরিদপুর প্রতিনিধি
  • ২০২৩-০৭-৩১ ০৫:৪২:১২

ফরিদপুর জেলা বিএনপি সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের বাসভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত সোয়া ৮টা দিকে এ ঘটনা ঘটে।

একেএম কিবরিয়া স্বপন বলেন, রাত সোয়া ৮টার দিকে তার শহরের পূর্ব খাবাসপুরস্থ বাসভবনে একটি ককটেল বিস্ফোরণ করা হয়। ঘটনার পাঁচ মিনিট আগে তিনি বাসায় প্রবেশ করেন। এরপর বিকট শব্দ শুনতে পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন বাসার সামনে বাগানে ধোঁয়া উড়ছে। এরপর তিনি বাইরে বেরিয়ে এলে আশেপাশের বাসার বাসিন্দারা জানান, তিনটি মোটরসাইকেলে করে কিছু যুবক এসে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায় ঘটনার বিস্তারিত জানতে।

খবর পেয়ে কোতোয়ালি থানার এএসআই রেজাউলের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে। এঘটনার বিষয়ে জানতে চাইলে এএসআই রেজাউল বলেন, একেএম কিবরিয়া স্বপনের বাসায় ককটেল বিস্ফোরণ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা এখানে এসেছি।  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনার কিছুক্ষণ পর রাত পৌনে ৯টার দিকে শহরের ঝিলটুলীতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার বাসভবনের সামনে আরো একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ককটেলটি ঈসার বাসভবনের সামনে আরেকটি বহুতল ভবনের সামনে বিস্ফোরিত হয়। এব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশ খবর পেয়ে সেখানেও ছুটে যান। এঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, আগামীকাল আমাদের কেন্দ্রীয় কর্মসূচী আছে আর সেটা বানচাল করার জন্য এধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তবে তিনি এ বোমা হামলার নিন্দা জানান।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী