ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
গাজীপুর মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালন
  • মাছুদ পারভেজ, গাজীপুরঃ
  • ২০২৩-০৭-৩০ ০৭:০১:২৭

‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ প্রতিপাদ্যে নিয়ে গাজীপুর মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

রোববার (৩০ জুলাই) দুপুরে মাদকব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও জেলা প্রশাসকের উদ্যোগে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  ভাওয়াল রাজবাড়ী মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার অপরাধ আবু  তোরাম মোঃ শামছুর রহমান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান।

এ সময় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত