আগামী দুই আগষ্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ ইতিহাস হয়ে থাকবে বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা।
ওই সমাবেশে নীলফামারী থেকে ৮০হাজারেরও বেশি মানুষ অংশ গ্রহণ করবে। আজ রবিবার দুপুরে নীলফামারী পৌরসভার সভাকক্ষে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় একথা জানান শীর্ষ দুই নেতা।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক বলেন, জেলার ছয় উপজেলা, চারটি পৌরসভা এবং ৬০টি ইউনিয়ন রয়েছে।
প্রতিটি ইউনিট থেকে নেতা কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর মহাসমাবেশে। আমরা মনে করি ৮০ হাজারেরও বেশি মানুষ অংশ নেবেন সেখানে। এছাড়াও হাজার হাজার মোটর সাইকেল যোগে অংশ নেবেন নেতা কর্মীরা।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে মানুষের ঢল নামবে। ইতিহাস হয়ে থাকবে এই জনসভা।
রংপুর অঞ্চলে বঙ্গবন্ধু কন্যা অনেক দিয়েছেন। প্রত্যাশার চেয়েও বেশি। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে মানুষ সেখানে যাবে এবং আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে এটা জানানোর জন্য উপস্থিত হবেন।