"সবুজ করি কুড়িগ্রাম' এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে (২৭ জুলাই) বৃহস্পতিবার চারাগাছ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ভূরুঙ্গামারী থানার সোনাহাট স্থলবন্দর মহাসড়কের দু'ধারে ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণ করেন কুড়িগ্রাম গণমানুষের মানবিক পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) এস এম ইস্রাফিল হাসান, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন এবং টিআই প্রশাসন বানিউল আনাম, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। এ সময় মহাসড়কের দু'ধারে প্রয় ১শত চারাগাছ রোপণ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে চারাগাছ রোপণ করায় রফিকুল ইসলাম বলেন রাস্তা সংস্কার করায় পূর্বের গাছগুলো কেটে ফেলতে হয়েছে। বর্তমানে রাস্তার পার্শ্বে কোন গাছ না থাকায় প্রচন্ড এ তাপদাহে রাস্তায় চলাচল করতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। আজ জেলা পুলিশের পক্ষ থেকে যে চারাগাছগুলো রোপণ করা হলো সেগুলোকে সঠিকভাবে পরিচর্যা করা হলে কয়েক বছরের মধ্যে এই সড়কটি সবুজ সড়কে পরিনত হবে।
ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী বলেন, 'সবুজ করি কুড়িগ্রাম' উদ্যোগটি মাধ্যমে আজ ভূরুঙ্গামারীর সোনাহাট সড়কের পার্শ্বে যে চারাগাছ রোপণ হলো নিঃসন্দেহে কুড়িগ্রাম জেলা পুলিশের এটি একটি ভালো উদ্যোগ আমরা সকলে মিলে এই গাছগুলোর পরিচর্যা করবো।
চারাগাছ রোপণ শেষে সোনাহাট ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে ৪শত চারাগাছ বিতরণ করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় সোনাহাট ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ বাবুল আক্তর ও অন্যান্য শিক্ষকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম গণমানুষের মানবিক পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, 'সবুজ করি কুড়িগ্রাম' এই শ্লোগানের মাধ্যমে দ্বিতীয় ধাপে সোনাহাট মহাসড়কের দু'ধারে ১শত বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে ৪শত চারাগাছ বিতরণ করা হয়েছে। পাশাপাশি মাদককে না বলি। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সর্ব-সাধারণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। যেকোন তথ্য জানাতে সরাসরি পুলিশ সুপার অথবা ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি।