ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে ১৭০০ পরিবারকে ওয়ার্ল্ড ভিশন দিচ্ছে গাছের চারা
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৩-০৭-৩০ ০৬:১৬:৩২

নীলফামারীর চারটি এলাকায় এক হাজার সাত’শ জনের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের শাপলা পাড়া এলাকায় বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে ৩২৪জনের মাঝে একটি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। 
এ সময় ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রামের সিনিয়র ব্যবস্থাপক লোটাস চিসিম, প্রোগ্রাম অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস ও অগাস্টিন কুমার মিস্ত্রী এবং মৈত্রী স্নাল উপস্থিত ছিলেন।
 
ওয়ার্ল্ড ভিশন সুত্র জানায়, ১৭০০জনের মধ্যে নীলফামারী পৌরসভা এলাকায় ৩১৬জন, খোকশাবাড়ি ইউনিয়নে ৭৪৪জন, টুপামারী ইউনিয়নে ৩২৪জন এবং পলাশবাড়ি ইউনিয়নে ৩১৬জন সুবিধাভোগী রয়েছেন।

ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রামের সিনিয়র ব্যবস্থাপক লোটাস চিসিম বলেন, বিতরণকৃত চারার মধ্যে রয়েছে আম, পেয়ারা, জাম্বুরা ও আমড়া। পুষ্টিগুণ সমৃদ্ধ ফলদ এসব গাছের চারা বিতরণ করা হচ্ছে দরিদ্র পরিবারগুলোর মধ্যে।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত