বিএনপি-জামাতের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হয়েছিল উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন জোট সরকারের আমলে শ্রমিকদের গুলি খেয়ে মরতে হয়েছিল। ন্যায্য অধিকার পেতে আন্দোলন পর্যন্ত করেছিল শ্রমিকরা। নির্যাতন করে শ্রমিকদের মুখ বন্ধ করে দিয়েছিল।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১২ টার দিকে দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারন সভায় প্রধান অতিথির তিনি এ সব কথা বলেন।
ইবকাল আরোও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব সরকার বলেই শ্রমিকদের বিপদ-আপদে তাদের পাশে গিয়ে দাড়িয়েছে। প্রধানমন্ত্রী উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে শ্রমিকরা অগ্রনী ভুমিকা পালন করেছেন। শ্রমিকরা বাংলাদেশের প্রাণ। শ্রমিকদের ঘামের বিনিময়ে এ দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত দেশের কাতারে পৌছে যাবে।
তিনি বলেন, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে পরিমান উন্নয়ন সাধিত হয়েছে বিএনপি জামাতের আমলে তা হয় নি। তারা শুধু লুটপাট করেছে। সেই বিএনপি-জামাতের হাত থেকে বাচতে শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় নিয়ে আসছেন। শেখ হাসিনা নিজের জীবনের মায়া ত্যাগ করে এদেশের মানুষের কথা চিন্তা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সকল ক্ষেত্রেই উন্নয়ন করেছেন। বিএনপি-জামাতের আমলে ২২ ঘন্টা বিদ্যুতের লোড সেডিং থাকতো। এখন তা আর হয় না। যোগযোগ ব্যবস্থা, ¯^াস্থ্য, ক্রীড়াঙ্গনে ব্যাপক সাফল্য এনে দিয়েছেন শেখ হাসিনা। উন্নয়নে ভাসছে দেশ। কিন্তু এই উন্নয়নকে বাধা গ্রস্থ করতে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি-জামাত। তারা আন্দোলনের নামে দেশকে ধ্বংস করে দিচ্ছে। মানুষকে হয়রানী করছে। তাদের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র জনগন বুজতে পেরেছে বলে তাদের সব অহেতুক আন্দোলন প্রত্যাখান করেছে। দেশের মানুষ শান্তি চায়। বিএনপির আন্দোলন চায় না। শান্তির জন্য জনগনকে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ারুল হকের সভাপতিতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন, প্রধান বক্তা সংগঠনের সাধারন সম্পাদক মোঃ সাদাকাতুল বারী, বিশেষ অতিথি আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবুল বাশার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারন সম্পাদক শাহীন হোসেন, দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি মোঃ সেরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সংগঠনের উপদেষ্ঠা মোঃ হুমায়ূন কবীর, সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মানিকুল ইসলাম মানিক। সঞ্চালনে ছিলেন সংগঠনের যুগ সাধারন সম্পাদক মোঃ আফজাল হেসেন।
আলোচনা সভা শেষে মৃত শ্রমিক পরিবারের মাঝে ও শ্রমিক পরিবারের মেয়ের বিবাহের জন্য চেক (অর্থ) বিতরন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।