ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
দু্র্গাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিংগা মডেল জয়ী
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
  • ২০২৩-০৭-২৭ ০৭:২২:৫৪

রাজশাহীর দুর্গাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২৭ জুলাই বৃহস্পতিবার বিকেল তিনটায় দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
প্রথমে পুরুষ ইভেন্টে দুর্গাপুর উপজেলার সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ০৩-০ গোলে হারিয়ে জয়লাভ করে। 

খেলা শেষ বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।
উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম,  সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র,উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক,  রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক আমিনুল হক টুলু, আওয়ামী লীগ নেতা আবু হানিফ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগ সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স