ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে অত্যান্ত গুরুত্ব দিয়ে এগুচ্ছে শেখ হাসিনা সরকারঃ প্রফেসর ড
  • মোবারক হোসেন শিশির, (দুর্গাপুর) রাজশাহী
  • ২০২৩-০৭-২৭ ০৫:৩২:৫৯

ডিজিটাল বাংলাদেশের পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্বানের লক্ষ্যে বাংলাদেশ সরকার শিক্ষাক্ষেত্রকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দুর্গাপুর ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট একতলাএকাডেমিক ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। 

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষাক্ষেত্রকে প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। শুধু উদ্যোগ গ্রহণ করেই সরকার ক্ষান্ত হয়নি, মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার সেই সব উদ্যোগ বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। কারণ শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভবপর হবে। কাজেই, সামষ্টিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষার বিকল্প নেই এবং বর্তমান সরকারও সেই বিষয়টি উপলব্ধি করে উন্নয়নের সিঁড়ি হিসেবে শিক্ষাকেই বেছে নিয়েছে এবং তদানুযায়ী পদক্ষেপও গ্রহণ করেছে। আমরা জানি সামগ্রিক উন্নয়নের জন্য সব সেক্টরের সামঞ্জস্যতা প্রয়োজন, তা ছাড়া কাক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। কেবল অর্থনৈতিক উন্নয়ন হলেই টেকসই উন্নয়ন হবে না যদি সঙ্গে সঙ্গে শিক্ষাসহ অন্যান্য মানবসম্পদের উন্নয়ন না ঘটানো হয়। তাই যুগোপযোগী শিক্ষার জন্য শেখ হাসিনা সরকারের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবে প্রতিফলিত হতে শুরু করেছে। লেখাপড়ায় শতভাগ অংশগ্রহণ ও সফলতা চোখে আঙ্গুল দিয়ে শেখ হাসিনা সরকারের সফলতাকে দেখিয়ে দিচ্ছে। কর্মক্ষেত্রে শিক্ষার উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শেখ হাসিনা সরকার 'দিন বদলের দিচ্ছে হাওয়া, শিক্ষা আমার প্রথম চাওয়া'- এ লক্ষ্যকে সামনে দিয়ে সরকার শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। 

দুর্গাপুর ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন কালে স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এর সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র,উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, কলেজ অধ্যক্ষ আঃ আজিজ, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক আমিনুল হক টুলু, আওয়ামী লীগ নেতা আবু হানিফ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগ সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন, পুরুষ ও ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, সাবেক সাধারন সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ সহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী