ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পটুয়াখালীতে ৪ দফা দাবীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৩-০৭-২৭ ০২:৩০:২৯

পটুয়াখালীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজিবী সংগ্রাম পরিষদের ৪ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই দুপুর ১টায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজিবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে চার দফা দাবী বাস্তবায়নের লক্ষে পটুয়াখালী জেলার বিভিন্ন দপ্তরের প্রকৌশলীগন ও পটুয়াখালী পলিটেকনিক ইন্সটটিউট সহ বিভিন্ন কারিগরী প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষক বৃন্দের উপস্থিতিতে পটুয়াখালী পলিটেকনিক ইন্সটটিউট এর সামনে থেকে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজিবী সংগ্রাম পরিষদের আহবায়ক প্রকৌশলী এইচ এম সোলায়মান, সদস্য সচিব প্রকৌশলী মোঃ তৈয়বুর রহমান, জেলা আইডিইবি পটুয়াখালী এর সভাপতি প্রকৌশলী আলহাজ্ব রাইসুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী মোঃ সোহেল রানা, মীর আতাউর রহমান বাচ্চু, পলিটেকনিক ইন্সটটিউট শিক্ষক সঞ্চয় চন্দ্র সরকার, ছাত্র-শিক্ষক, কারীগরি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ।

৪ দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন প্রকৌশলী এইচ এম সোলায়মান তিনি বলেন একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুমোদিত চলমান, বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে হ্রাস করে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ অবিলম্বে বন্ধ এবং ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এই কোর্স আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ২০১৮ সালের সদয় নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বিএনবিসি-২০২০ এর জনস্বার্থবিরোধী সংজ্ঞা ও ধারা-উপধারা সংশোধনকরণ এবং আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ সংশোধনপূর্বক গেজেট প্রকাশ করতে হবে। মাননীয় প্রধামন্ত্রীর সদয় প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, পেট্রোবাংলা কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে ডিগ্রি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুপাত ১:৫ রেখে জনকল্যাণে অর্গানোগ্রাম প্রণয়ন, সকল বিদ্যুৎ কোম্পানিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদানে সংশ্লিষ্ট যন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা, প্রাইভেট সেক্টরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নুন্যতম বেতন নির্ধারণ ও পদবী প্রদান এবং শুধু চাকুরির উপর নির্ভরশীলতা হ্রাস করতে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি সহযোগিতা প্রদান করতে হবে। পলিটেকনিক ইনস্টিটিউট ও টিভিইটি প্রতিষ্ঠানসমূহের শিক্ষক স্বল্পতা, শ্রেনীকক্ষ, ল্যাব, ওয়ার্কসপ সংকটসহ শিক্ষকদের পদোন্নতি ও শিক্ষক-কর্মচারীদের দ্বিতীয় শিফট ও দুর্যোগকালিন সময়ে দায়িত্ব পালনের সম্মানি প্রদান STEP প্রকল্পের শিক্ষকদের নিয়মিতকরণ ও বেতন, পদোন্নতি প্রদান এবং ছাত্র ছাত্রীদের বৃত্তি ও ইন্ডস্ট্রিয়াল ট্রেনিং ভাতা বৃদ্ধিসহ ২৯টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী