ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দিনাজপুর বিরলে বিনা মুল্যে গাভী বিতরণ
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৭-২৭ ০২:২১:১৮

দিনাজপুর বিরলে সংসাদের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য অসহায় দরিদ্র ৭টি পরিবারের ৭ জন নারীকে ৭টি গাভী বিনা মুল্যে বিতারন করা হয়েছে।  

২৬ জুলাই বুধবার ৩নং ধামইর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং গ্রাম উন্নয়ন প্রচেষ্টা উদ্যোগে নারীদের স্বাবলম্ভি করার উদ্দেশ্যে ৭ নারীকে বিনামূল্যে একটি করে গাভী বিতরণ করা হয়।

গাভী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাভী বিতারন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার। এ সময় তিনি বলেন  গাভী পালনের মাধ্যমে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারেন। সরকার কর্তৃক বিনামূল্যে যে গাভী আজ আপনারা পাচ্ছেন সেটাকে যত্ন সহকারে পালন করবেন। আপনার এবং আপনার সন্তানকে দুধ খাওয়াতে ও বিক্রি করে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে। আজকের একটি গাভী আগামী দিনে এখান থেকেই ১০টি গাভী হবে। 

গ্রাম উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফরিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান ও ৩নং ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিন প্রমুখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী