ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
দিনাজপুরে ভুয়া ডিএসবি পুলিশ কর্মকর্তা গ্রেফতার
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর
  • ২০২৩-০৭-২৭ ০২:০৩:০০

দিনাজপুরে ভুয়া ডিএসবি পুলিশ পরিচয়দানকারী আশিকুর ইসলাম আশিক (২৬) নামে এক প্রতারক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের ডিএসবি পরিচয় দিয়ে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন পজিটিভ দিবে এমন কথা বলে ডাচ বাংলা রকেটের মাধ্যমে ১ লক্ষ ২২ হাজার ৯৬ টাকা ও নগদ একাউন্টের মাধ্যমে ১১ লক্ষ টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ এমন তথ্য প্রমাণ পেয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ভুয়া ডিএসবি পুলিশ চক্রের প্রতারককে গ্রেফতার সংক্রান্ত এক প্রেস ব্রিফিং এ তথ্য মাধ্যমে নিশ্চিত করেছেন।

ভুয়া ডিএসবি পরিচয় প্রদান কারী প্রতারক আশিকুর ইসলাম আশিক (২৬) দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর কাউয়াপাড়া মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার জানান, ই-পাসপোর্ট বাংলাদেশ ভলেন্টিয়ার গ্রুপ নামে একটি ফেসবুকে গ্রুপের মাধ্যমে ভুয়া ডিএসবি পরিচয় দানকারী প্রতারক ই-পাসপোর্ট আবেদনকারীর পুলিশ ভেরিফিকেশন পজিটিভ করিয়ে দিবি বলে গত ছয় মাসে প্রায় ১২ লক্ষ টাকা অবৈধভাবে নিয়েছে।
 
গত ২৫ শে জুলাই ভুয়া ডিএসবি আশিককে তার নিজ বাড়ি থেকে সদর সার্কেল জিন্নাহ আল মামুনের পরিকল্পনায় ও কোতোয়ালি অফিসার ইনচার্জ তানভিরুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার করা হয়। 

আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। 

তিনি বলেন, এই প্রতারকের সাথে আরো  কতজন  আছে। তাদের বিরুদ্ধেও ইতিমধ্যে পুলিশের বিভিন্ন সংস্থা তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। এই প্রতারকের নিকট থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই মোবাইলে ৩০ থেকে ৪০ টি মোবাইল সিম ব্যবহার করা হয়েছে।

এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানায় ৩৪/৫৯৩ নাম্বারে মামলা অজু করা হয়েছে। ভুয়া ডিএসবি প্রতারককে আদালতের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। এই প্রতারক অত্যন্ত চতুর বলেও পুলিশ সুপার জানিয়েছেন।

পুলিশ সুপারের  প্রেস ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শাহ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

দশ ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ ৬ আসামি খালাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
ইসকন নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: হাইকোর্ট
সর্বশেষ সংবাদ