ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বর্ণাঢ্য আয়োজনে সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • নাজমুল হোসেন, সিরাজগঞ্জ
  • ২০২৩-০৭-২৭ ০২:০১:২৩

শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সপ্তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকাল ১০টার সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজনে রবীন্দ্র কাছাড়ি বাড়িতে ২ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।

একই সাথে বিভাগের চেয়ারম্যানবৃন্দ বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শান্তির প্রতীক পায়রা ও বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত ফেস্টুন বেলুন উড়িয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু করেন।

এরপর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় কাছারি বাড়িতে ফিরে আসে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কেটে সবাইকে মিষ্টি মুখ করানো হয়। দিবস উপলক্ষে আয়োজিত রবীন্দ্র মেলার উদ্বোধন করে উপাচার্য বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. শাহ্ আজম বলেন, ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ২০১৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করেছিলেন তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী