প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি কার্যক্রম বাস্তবায়নকারী কৃষক ও কৃষাণীদের সমন্বয়ে দিনব্যাপী কর্মশালা বুধার জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
ইএসডিও’র জানো প্রকল্পের আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোনাক্কা আলী।
জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. রাশেদুল হক ও কেয়ারের টেকনিক্যাল অফিসার নিহার কুমার প্রামানিক বক্তব্য দেন। এতে জেলার ২৫জন খামারী অংশগ্রহণ করেন।
জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান জানান, খামারীদের পুষ্টি কার্যক্রম বিষয়ক ধারণা দেয়া ছাড়াও ঘাস চাষ এবং গবাদী পশুর ল্যাম্পিস্কিন রোগের প্রাদুর্ভাব রোধেও পরামর্শ দেয়া হয়।