ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কাশিয়ানীতে জাতীয় মৎস্য সত্তা ২০২৩ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মোঃ লিটন শিকদার: কাশিয়ানী, গোপালগঞ্জ
  • ২০২৩-০৭-২৫ ২৩:৪৬:২৭

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় গতকাল (মঙ্গলবার) সকাল ১১ টার সময় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে 'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়ের সার্বিক ব্যবস্থাপনায় বর্নায্য রেলি বের করেন। পরবর্তীতে বর্ণাঢ্য রেলী উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে কাশিয়ানী বাস স্ট্যান্ডসহ কেজি স্কুল মোড় প্রদক্ষিণ করে উপজেলা অডিক্রম এর সামনে এসে রেলি শেষ করেন। পরবর্তীতে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে  এবং উপজেলা মৎস্য কর্মকর্তার রাজীব রায়ের, সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সুব্রত ঠাকুর (হিল্টু) চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গোপালগঞ্জ।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, আরো উপস্থিত ছিলেন কাজী জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, দেওয়ান সাদেকুল এস আই কাশিয়ানী থানা, পৃথ্বীজ কুমার দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা, মোঃ মোরশেদুল হাসান, উপজেলা ইঞ্জিনিয়ার, কাজী ইজাজুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা, সহ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোরাদ আলী ও মোঃ মনিরুজ্জামান  মুন্সি সাংগঠনিক সম্পাদক, জাতীয় মানবাধিকার সোসাইটি, উপজেলা শাখা, বিশেষ দ্রষ্টব্য অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, মৎস্য খামারি প্রভাষক মোঃ মফিজুর রহমান শেখ সাংগঠনিক সম্পাদক (২) উপজেলা আওয়ামী লীগ, আরো পুরস্কার পেলেন বিজন সরকার, মৎস্য খামারি সহ রাজপাট ইউনিয়ন চেয়ারম্যানের প্রতিনিধি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী