ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • ২০২৩-০৭-২৫ ০৭:৩২:১০

"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাট বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে  জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে হ্যালিপ্যাডে মাছের পোনা অমুক্তকরণ করা হয়।পরে উপজেলা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।,স্বাগত বক্তব‍্য রাখেন উপজেলা মৎস‍্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আরিফুর রহমান কনক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সুমন কান্তি সাহা,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথসহ আর অনেকে। সবশেষে সফল মৎস্য চাষীদের মাঝে  ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী