ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বন্ধুদের সাথে রাবার ড্রাম কাঁকড়া নদীতে তলিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
  • সুলতান মাহমুদ, দিনাজপুর
  • ২০২৩-০৭-২৫ ০৭:২৮:৪৩

দিনাজপুর চিরিরবন্দরের সাইতাঁড়া রাবার ড্রামে বন্ধুদের সাথে কাঁকড়া নদীতে গোসলে নেমে  সাজ্জাদ হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(২৫ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার সাইতাঁড়া গ্রামে কাঁকড়া নদী রাবার ড্রামে এঘটনা ঘটে।

স্কুলছাত্র সজ্জাদ হোসেন উপজেলার হরিহরপুর গ্রামের জিয়াবুল ইসলামের ছেলে ও হরিহরপুর উচ্চ বিদ্যালের ১০ শ্রেনির ছাত্র।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ স্কুল ছাত্র নদীতে ডুবে মারা যাওয়ার সংবাদ  নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১ টার দিকে সাজ্জাদ সহ কয়েক বন্ধু মিলে কাঁকড়া নদীর রাবার ড্রামে গোসল করতে আসে। সবাই মিলে গোসলে নামে এর ফাকে এক সময় সাজ্জাদ হোসেন গভীর পানির দিকে এগিয়ে গেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে। এসময় তার বন্ধুরা চিৎকার দিলে স্থানীয়রা এসে প্রায় ঘন্টাখানেক ধরে খোঁজ খুজি করে মৃত অবস্থা সাজ্জাদের লাশ উদ্ধার করেছেন। 

স্কুলছাত্র নদীতে ডুবে মারা যাওয়ার ঘটনায় চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটিও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ নিশ্চিত করেছেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী