ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
আমি রাস্তা-ঘাট চাই না, শান্তি চাই: এমপি রাজু
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২৩-০৭-২৫ ০৭:১৬:৩৬

রায়পুরার চরাঞ্চলের টেঁটা যুদ্ধ বন্ধে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সহায়তা চেয়েছেন সাবেক ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী রায়পুরার আসনের সংসদ সদস্য রাজিউদ্দীন আহমেদ রাজু। তিনি বলেছেন, আমি রাস্তা-ঘাট চাই না। আমি চাই শান্তি। আমি চাই চরাঞ্চলের মারামারি বন্ধ হোক।

টেঁটা যুদ্ধ বন্ধ হোক।  

গ্রামের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে এমপি রাজু আরো বলেন, এই বাশগাড়ী গ্রামের অনেক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে সরকারের সচিব, উপ-সচিব, চিকিৎসকসহ সরকারের উচ্চ পার্যায়ের দায়িত্বে রয়েছেন। আপনারা তাদের দিকে তাকান। গ্রামের সুনাম অক্ষুণ্ণ রাখতে টেঁটাযুদ্ধ বন্ধ করুন।

এই চরাঞ্চলের উন্নয়নে আমাদের শেখ হাসিনা সরকার প্রতিটি গ্রামে গ্রামে স্কুল স্থাপন করেছে। চারঞ্চলে রাস্তা-ঘাট ও নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। গ্রাম আর গ্রাম নেই। তারপরও ছোট খাট বিষয় নিয়ে কেন ঝড়গা ও মারামারি করবেন।

আপনার সন্তানকে স্কুলে পাঠান। ভালো শিক্ষা দিন। মঞ্চে উপবিষ্ট বাশঁগাড়ীর গর্বিত সন্তানদের মতো করে গড়ে তুলুন।

নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এমপি রাজু এসব কথা বলেন। এদিকে জাঁকজমকপূর্ণ পরিবেশে প্লাটিনাম জুবিলি উৎসব উদযাপনে স্কুল প্রাঙ্গণকে বর্নিল সাজে সাজানো হয়।

বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় স্কুল প্রাঙ্গণ ভরে উঠে।  

বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সাইফুল ইসলাম, বিসিএস প্রশাসন একাডেমির অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোর্শেদা আক্তার, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: জাকারিয়া, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আমিরুল হক শামিম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জসিম উদ্দিন।

প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির পাশাপাশি সার্বিক সহযোগিতা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য এম জাকির হোসাইন জনি, রুহুল আমিন চৌধুরী, মো. মানিক মিয়া, অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমূখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী